• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন লেখক ইমতিয়াজ মাহমুদ

  অধিকার ডেস্ক

১৬ মে ২০১৯, ১৮:১৩
ইমতিয়াজ মাহমুদ
আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদ (ফাইল ছবি)

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় ৫০০ টাকার মুচলেকায় আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে জামিন দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে ৫০০ টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন।

এ খবর নিশ্চত করেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নজরুল ইসলাম শামীম।

লেখক ইমতিয়াজ মাহমুদের জামিন আবেদন করেন তার আইনজীবী ঢাকা বারের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান (রচি)। অপরদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম (শামীম) জামিন দেওয়ার বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি শেষে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন পাচঁশ টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে বুধবার (১৫ মে) মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিন দেওয়ার আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দিন সকালে রাজধানী বনানীর নিজ বাসা থেকে ২০১৭ সালে পার্বত্য জেলা খাগড়াছড়ি সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড