• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  লক্ষ্মীপুর প্রতিনিধি

৩০ এপ্রিল ২০১৯, ১৮:৫১
হত্যা মামলা
হত্যা মামলার আসামিকে আদালতে তোলা হচ্ছে ( ছবি : দৈনিক অধিকার )

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা মো. শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি কবির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার অপর দুই আসামি নাছির উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনুর এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেন, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত কবির হোসেন সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে। অন্যদিকে নিহত সাহাবুদ্দিন কুশাখালী ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২২ নভেম্বর কবির হোসেন কুশাখালীর শান্তিরহাট এলাকায় নিজ ঘর থেকে শাহাবুদ্দিনকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় ছটাইকাগোর বাড়ির সাঁকো এলাকায় পেছন থেকে শাহাবুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় বাঁচার জন্য ক্ষেতের মাঝখান দিয়ে দৌড় দেয় শাহাবুদ্দিন। এ সময় স্থানীয় ছদরুল আমিনের বাড়ির উঠানে পৌঁছালে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরদিন নিহতের ভাই গোলাম মাওলা চৌধুরী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড