• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবার দায়ের করা মামলায় ছেলের দুই বছর কারাদণ্ড 

  ফেনী প্রতিনিধি

২১ মার্চ ২০১৯, ১২:৩৪
আদালতের রায়
আদালতের রায় ( ছবি : প্রতীকী )

ফেনীতে বাবার দায়ের করা মামলায় ছেলেকে দুই বছরের কারদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ মার্চ) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার ছাগলনাইয়া উপজেলার মধ্যম জয়পুর গ্রামের নিজ বাড়িতে ইয়াবা খেয়ে মাতলামি শুরু করত ইউছুপ ভূঁইয়ার ছেলে মীর হোসেন। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা গত বছরের ৩ জুলাই তাকে ছাগলনাইয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় মীর হোসেনের কক্ষ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনার পরদিন বাবা ইউছুপ বাদী হয়ে নিজ সন্তানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামির স্ত্রী, মা, ভাই ও বোনসহ নয়জনের সাক্ষ্য শেষে আদালত আসামিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাথে আরও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড