• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন 

  পাবনা প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৭
মামলার রায়
মামলার রায়

পাবনা সদর উপজেলার আতাইকুলায় আবু সাইদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আতাইকুলার আব্দুস সালাম ওরফে খোকন, মাসুদ রানা, শাহিন, সুজানগর উপজেলার শুকুর আলী মোল্লা ও সাইফুল ইসলাম কাঞ্চন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৩ এপ্রিল রাতে আতাইকুলা উপজেলার কুমারগাড়ী গ্রামে আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নেয় অভিযুক্তরা। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই রবিউল বাদী হয়ে ৭ জনকে আসামি করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী ৫ জনকে যাবজ্জীবন ও এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর ৬ মাস করে সাজার রায় দেন।

এছাড়া মামলার অন্য দুই আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়ায় তাদের মামলা থেকে খালাস দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড