• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নীলক্ষেতে জাল সার্টিফিকেট : আটককৃতরা রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৯
আটক

রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে আটক জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যকে একদিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। আটককৃতরা হলো সাইফুল আলম সাদিক ও মো. বাবুল ছৈয়াল।

মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কান্তি দে আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ব্যবসা প্রশাসনের (বিবিএ) জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যকে আটক করে র‌্যাব-১০।

এ সময় জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত ২টি কম্পিউটার, ১টি কালার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে তারা এসএসসি, এইচএসসি ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদ, জাল জাতীয় পরিচয়পত্র, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্র তৈরি করছিল চক্রটি।

ওডি/ এজেড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড