• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি

দুটি মামলা বিনা খরচে পরিচালনা করুন : প্রধান বিচারপতি

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১২

প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (ছবি- সংগৃহীত)

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশের সব আইনজীবীর অন্তত দুইটি করে মামলা বিনা খরচে পরিচালনা করা উচিত। এতে করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম ও আদালতে মামলার জট কমবে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিচারপতি বলেন, আইনজীবীদের মেধা ও দক্ষতা দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে। আইনজীবী ও বিচারকদের সমন্বিত প্রচেষ্টায় বিচারবিভাগ এগিয় যাবে। তাই বিচারক ও আইনজীবী কারোরই দায়িত্বে কোনো রকম অবহেলা কাম্য নয়।

আইন পেশার মর্যাদা ধরে রাখতে সব অনিয়মের বিরুদ্ধে বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চকে (বিচারপতি) সোচ্চার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি বদরুজ্জামান, বিচারপতি মো. আমীর হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড