• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাটোরে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা দুলু কারাগারে

  নাটোর প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮
রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ছবি : দৈনিক অধিকার)

নাটোরের আলোচিত রাকিব ও রায়হান হত্যা মামলায় জামিন না মঞ্জুর করে সাবেক উপমন্ত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ ) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় দেন।

মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে হাজির করা হয়। এ সময় রাকিব ও রায়হান হত্যা মামলায় দুলুর আইনজীবী জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি শহরের তেবারিয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা পাল্লাপাল্টি কর্মসূচি পালনের প্রস্তুতিকালে দুর্বৃত্তদের গুলিতে রাকিব ও রায়হান নামে ২ যুবক নিহত হন। এ ঘটনায় ২ পরিবারের পক্ষ থেকে দুটি পৃথক হত্যা মামলা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড