• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘জানতে পারলাম না আমার বিরুদ্ধে অভিযোগটা কী’

  নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪
moudud
ছবি : সংগৃহীত

নাইকো দুর্নীতি মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন দাবি করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আমি এখন পর্যন্ত জানতে পারলাম না আমার বিরুদ্ধে অভিযোগটা কী? আমি কোনো কিছুই খুঁজে পাইনি।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো চার্জ শুনানির সময় তিনি এসব কথা বলেন।

সিনিয়র আইনজীবী মওদুদ আহমদ বলেন, ‘শুধু একটি বিষয় জানতে পেরেছি, প্রশাসন থেকে আমার একটি অভিমত নেওয়া হয়েছে। ওই অভিমতটা আমার কোনো ব্যক্তিগত অভিমত নয়। আমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অভিযোগ নেই। যে অভিমত দিয়েছে প্রশাসন, সেটা আপনার (বিচারক) ও আমার সামনে নেই, এটাই আমার প্রথম বক্তব্য।’

সাবেক এই আইনমন্ত্রী আরও বলেন, এই মামলার চার্জ গঠনের কোনো গ্রাউন্ড নেই, হাজার হাজার মানুষ জেলে আছে, সেগুলো না করে এ ধরনের মামলা করে আদালতের সময় নষ্ট হচ্ছে। আমার সাবমিট যদি সঠিক হয়, তাহলে আদালত এই মামলার কার্যক্রম বন্ধ করে দেবেন। এই মামলার কার্যক্রম এখানেই শেষ হওয়া উচিত। এরপরে এ মামলা কার্যক্রম চলে না। তারপরও যদি আপনি (বিচারক) চান, তাহলে এই মামলার শুনানি করতে পারি। এই প্রসঙ্গে শুনানি চালিয়ে যেতে বলেন বিচারক। এরপর ব্যারিস্টার মওদুদ আহমদ আংশিক চার্জ শুনানির পর পরবর্তী শুনানির জন্য সময়ের আবেদন করেন।

এজেড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড