• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২
নিহত
ছবি : প্রতীকী

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কন্যা ফাইজা তাহসিনাসহ দেশের বিভিন্ন এলাকায় নিহত পাঁচজনের পরিবারকে আংশিক ক্ষতিপূরণ হিসাবে ১ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি নিহতদের পাঁচ পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না -তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- সাংবাদিক কন্যা ফাইজা তাহসিনা (১০), মো. মিরাজ খান (৫), নুসরাত চৌধুরী (২৩), লিজা আক্তার (৯) ও আহমেদ রিফাত (৬)।

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহমিনা সূচি (১০) নামে স্কুলপড়ুয়া ওই শিশুর মৃত্যু হয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়।

এসব ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং ব্লাস্ট জনস্বার্থে রিট দায়ের করে। রিটের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মো. আবদুল হালিম।

ব্যারিস্টার মো. আবদুল হালিম জানান, আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র, যোগাযোগ সচিব এবং বিআরটিএর চেয়ারম্যানকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আদালত রুলও জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওডি/এজেড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড