• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামায়াতের ২২ নেতার ‘ধানের শীষ’ বাতিলে আদালতে রুল

  অধিকার ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:২৬

হাইকোর্ট
হাইকোর্ট। (ফাইল ছবি)

নিবন্ধন হারানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ২২ নেতাকে দেওয়া ‘ধানের শীষ’ প্রতীক বাতিল করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠানো চিঠি আগামী তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দলটির ২২ নেতাকে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া কেন অবৈধ হবে না, এই মর্মে একটি রুলও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মো. আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

এর আগে বাংলাদেশ তরীকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রেজাউল হক চাঁদপুরী জামায়াতের সেই ২২ নেতাকে ধানের শীষ প্রতীক ব্যাবহারের মাধ্যমে নির্বাচন করার সুযোগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের কেন্দ্রীয় আমির, সেক্রেটারি জেনারেলসহ মোট ২২ প্রার্থীকে বিবাদী হিসেবে ঘোষণা করা হয়।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০ দলীয় জোটের শরিক জামায়াতের ২২ নেতাকে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন দেয় বিএনপি। মনোনয়ন প্রাপ্তরা হলেন— নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, দিনাজপুর-১ মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা-৫ মাওলানা ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আবু সাইদ মুহাম্মদ শাহাদাত হোসাইন।

তাছাড়া আরও মনোনয়ন পেয়েছিলেন, ঢাকা-১৫ থেকে ডা. শফিকুর রহমান, খুলনা-৫ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ অধ্যাপক আবদুল আলীম, সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ শামীম সাঈদী, সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম এবং কক্সবাজার-২ হামিদুর রহমান আজাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড