• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হবিগঞ্জে মহাজোট প্রার্থী দাবি করায় জাপা নেতাকে জরিমানা

  হবিগঞ্জ প্রতিনিধি :

১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০৫
হবিগঞ্জে জাপা নেতাকে জরিমানা
(ছবি : প্রতীকী)

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি তাকে নগদ দুই হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, হবিগঞ্জ ২ বানিয়াচং আজমিরিগঞ্জ আসন থেকে জেলা জাতীয় পার্টির সেক্রেটারি শংকর পাল লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি পেয়েছেন। তবে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া নিজেকে মহাজোটের প্রার্থী দাবি করে প্রকাশ্যে মাইকিংয়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করতে থাকেন। মূলত এতেই বিভ্রান্তিতে পড়েন সাধারণ ভোটাররা।

পরে আঙ্গুর মিয়া প্রচারণার এক পর্যায় স্থানীয় বড়বাজার এলাকায় পৌঁছলে পুলিশ সদস্যরা তাকে মাইকসহ আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দেন। মূলত এর পরেই আদালত তাকে এ জরিমানা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড