• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি

দুর্নীতির মামলা চলতে বাধা নেই মির্জা আব্বাসের  

  অধিকার ডেস্ক    ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (ছবি : সংগৃহীত)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিলের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি রেখেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলাটি বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল চেয়ে আপিল শুনানি নিয়ে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও এজে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। দুই সপ্তাহের জন্য এর শুনানি মুলতবি রাখা হয়েছে। এর ফলে এ মামলার কার্যক্রম চলতে বাধা নেই।

এর আগে ১১ নভেম্বর মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন মির্জা আব্বাস।

উল্লেখ্য, মির্জা আব্বাসের বিরুদ্ধে ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় এ মামলা করা হয়। মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক শফিউল আলম। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৬-এ বিচারাধীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড