• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারা হাসপাতালে চিকিৎসক নিয়োগ

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে আদালতে তলব

  আদালত প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৩, ১৩:২৫
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে আদালতে তলব
আদালত ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মোহাম্মদ খুরশীদ আলম (ফাইল ছবি)

দেশের কারাগারের হাসপাতালগুলোতে শূন্য পদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক (ডিজি) মোহাম্মদ খুরশীদ আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি ডিজিকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন- অ্যাডভোকেট মো. জে আর খান রবিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে আইনজীবী জে আর খান রবিন বলেন, গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট কারাগারগুলোতে শূন্য পদে ৪৮ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ৭ জানুয়ারির মধ্যে নিয়োগ দিতে বলেছিলেন। কিন্তু এখনো শূন্য পদে নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে আদালত তলব করেছন।

এর আগে গত ১৩ ডিসেম্বর দেশের কারাগারগুলোতে শূন্য পদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষকে আগামী ৭ জানুয়ারির মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড