• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লার ঘটনায় ১৭ জনের পাঁচ দিনের রিমান্ড

  আদালত প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২১, ১৩:১৭
আদালত
আদালত প্রাঙ্গণে আসামিরা (ছবি : সংগৃহীত)

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখা ও মন্দির ভাঙচুরের ঘটনার এক মামলায় ১৭ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ নভেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৮ আসামিকে হাজির করা হয়। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এরপর বিচারক চন্দন কান্তি নাথ ১৭ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে একজন আসামির বয়স ১৮ না হওয়ায় নারী ও শিশু আদালতে তাকে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড