• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইকবালকে তোলা হচ্ছে আদালতে, নিরাপত্তা জোরদার

  আদালত প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২১, ১১:৪৭
ইকবাল
অভিযুক্ত ইকবাল (ফাইল ছবি)

আদালতে তোলা হচ্ছে কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার হওয়া ইকবাল হোসেনসহ চারজনকে।

বুধবার (৩ নভেম্বর) দুপুর দুইটার পর দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে তোলা হবে বলে। তথ্যটি নিশ্চিত করেছেন সিআইডি কুমিল্লার পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজওয়ান।

এ দিকে, আদালত প্রাঙ্গণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সক্রিয় অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ মামলায় ইকবাল হোসেন ছাড়া অন্য তিন আসামি হলেন, ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিকেল পৌনে তিনটায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হাজির করে সিআইডি সাতদিনের রিমান্ড চাইলে আদালত আসামিদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড