• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ই-অরেঞ্জের মালিকসহ তিনজন রিমান্ডে

  আদালত প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২১, ১৭:১৪
ই-অরেঞ্জ
ই-অরেঞ্জ (ফাইল ফটো)

গ্রাহকদের ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ তিনজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলেন- তার স্বামী মাসুকুর রহমান ও চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য জানা যায়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সুব্রত দেবনাথ প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: আরও ১ বছর ডিএমপি কমিশনার থাকছেন শফিকুল

গত ৭ অক্টোবর সাজ্জাদ ইসলাম নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ই-অরেঞ্জের চমকপ্রদ অফার দেখে তিনি, তার ভাই ও এক বন্ধু গৃহস্থালি পণ্য, মোটরসাইকেল কেনার জন‌্য ১ কোটি ২০ লাখ টাকা দেন। কিন্তু, ই-অরেঞ্জ পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করে।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড