• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামুনুলের জা‌মিন নামঞ্জুর

  আদালত প্রতিবেদক

১০ অক্টোবর ২০২১, ১৭:০৪
আদালতে মামুনুল
আদালতে মামুনুল (ফাইল ফটো)

খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হ‌কের জা‌মিন আবেদন নামঞ্জুর ক‌রে দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগা‌রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে রাষ্ট্র প‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বেলা ১১টার দি‌কে মামুনুল হক‌কে কারাগার থে‌কে খুলনা অতি‌রিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমা‌নের আদাল‌তে হাজির করা হয়।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৩ সা‌লে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বি‌ষ্ফোরণ ও পু‌লি‌শের ওপ‌রে হামলার ঘটনা ঘ‌টে। ওই ঘটনায় ২০১৩ সা‌লের ২২‌ ফেব্রুয়া‌রি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর (বর্তমান পু‌লিশ প‌রিদর্শক) বাদী হয়ে সোনাডাঙ্গা ম‌ডেল থানায় মামলা ক‌রেন (মামলা নং ২৩ (এস‌টি‌সি ৭০/১৫)।

দীর্ঘ তদন্ত শেষে এসআই মোক্তার হো‌সেন ২০১৫ সা‌লে আদাল‌তে অভিযোগপত্র (চার্জশিট) দা‌খিল ক‌রেন। সেই মামলায় রবিবার স্বাক্ষ্য গ্রহ‌ণের দিন ধার্য ছিল। আসামি প‌ক্ষের আইনজীবী লস্কর শাহা আলম এদিন আদাল‌তে মামুনুল হকের জা‌মি‌নের আবেদন ক‌রেন। আদালত মামলার গুরুত্ব বি‌বেচনা ক‌রে আবেদন নাঞ্জুর ক‌রে তাকে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্র প‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ জানান, বেলা ১১টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। বিচার কাজ শুরু হ‌য়ে‌ছে। স্বাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর আদাল‌তে উপ‌স্থিত হওয়ার জন্য নি‌র্দেশ দেন।

আরও পড়ুন: রাজধানীতে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার-

এর আগে গত ৩ সেপ্টেম্বর (শুক্রবার) বি‌কেল ৫টার দিকে কা‌শিমপুর কারাগার থে‌কে ক‌ঠোর পু‌লিশ পাহারায় খুলনা জেলা কারাগা‌রে আনা হয় মামুনুল হ‌ককে।

ওডি/ আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড