• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত ২২১ বিচারক ও কর্মচারী

  নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই ২০২০, ১৩:১৯
করোনার নমুনা পরীক্ষা
করোনার নমুনা পরীক্ষা (ছবি : সংগৃহীত)

দেশের নিম্ন আদালতে দায়িত্বরত ৪০ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত। এছাড়া সুপ্রিম কোর্টের ৪৫ জন এবং নিম্ন আদালতের ১৩৬ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন।

সবমিলে আক্রান্ত বিচারক ও কর্মচারীর সংখ্যা ২২১ জন। তবে আক্রান্তদের মধ্যে ১৭ জন বিচারক এরইমধ্যে সুস্থ হয়েছেন। একজন মারা গেছেন। আর একজন বিচারক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ২১ জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার ৩ জুলাই পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

দেশের অধস্তন আদালতের সব বিচারক বা সহায়ক কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানতে চেয়ে ১৪ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সারা দেশে চিঠি দেওয়ার পর ৩ জুলাই পর্যন্ত এই তথ্য এসেছে সুপ্রিম কোর্টের কাছে। ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচার কাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় বিচারক ও কর্মচারীরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড