• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুপ্রিম কোর্টের আরও এক আইনজীবী করোনায় আক্রান্ত

  নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২০, ০৯:০৩
ব্যারিস্টার মারিয়াম তৈমুর খন্দকার
ব্যারিস্টার মারিয়াম তৈমুর খন্দকার (ছবি : সংগৃহীত)

এবার সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার মারিয়াম তৈমুর খন্দকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

ব্যারিস্টার মারিয়াম তৈমুর খন্দকারের মা জানান, ঈদের পর থেকে পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জের হাসপাতালে নমুনা দিয়ে আসি। পরে আমার ও স্বামীর (সুপ্রিম কোর্টের আইনজীবী তৈয়মুর খন্দকার) এর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আমার মেয়ে ব্যারিস্টার মারিয়াম তৈমুর খন্দকারের পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে মেয়ে তার বাসায় ঘরোয়া চিকিৎসা নিচ্ছে। আপাতত ভালো আছে।

তিনি বলেন, আমাদের সুস্থতার জন্য দেশের সকল মানুষের কাছে দোয়া চাই। এই আইনজীবীর জন্য সহকর্মীরা দোয়া চেয়েছেন।

গত রবিবার আরও দুই আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, অ্যাডভোকেট ফৌজিয়া করিম ও রবিউল আলম বুদু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড