• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন অ্যাটর্নি জেনারেল

  আদালত প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১৩:২৯
সৈয়দ মাহমুদ হোসেন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (ফাইল ছবি)

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রবিবার (২২ মার্চ) সকালে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের সঙ্গে বসবেন। সেটা ২৬ মার্চের আগেই হতে পারে। এছাড়া রাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলোও এর মাঝে কী করে সেটাও তিনি দেখবেন।

এর আগে চলতি মাসের ১৮ তারিখে প্রধান বিচাপরপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা সমস্ত জজ সাহেব বসে সিদ্ধান্ত নেব যে, এটা নিয়ে কী করা যায়।

আরও পড়ুন : করোনা প্রতিরোধে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

প্রধান বিচাপরপতি আরও বলেন, আপাতত এখন আদালত বন্ধ (অবকশকালীন ছুটি) আছে। খোলার আগে আমরা একবার সবাই বসব। সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের যেন ক্ষতি না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সব কিছু খেয়াল রেখে বিচারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড