• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার নির্দেশ

  নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৫
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে গেজেট নোটিফিকেশন জারির নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে, ২০১৭ সালে রিটটি করেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার হন পাপিয়া

প্রতিটি জেলা-উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যথাযথ জায়গায় স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া পাঠ্য বইয়ে ঐতিহাসিক ৭ মার্চের ইতিহাস কেন অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ কেন বাস্তবায়ন করা হয়নি, এক মাসের মধ্যে লিখিত প্রতিবেদন মন্ত্রী পরিষদ সচিবকে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড