• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকার আদালতে বদলি চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন

  নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৯
মিন্নি
আয়েশা সিদ্দিকা মিন্নি (ছবি : সংগৃহীত)

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় করা মামলা ঢাকার দায়রা জজ আদালতে বদলির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) নিহতের স্ত্রী ও মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেছেন।

মিন্নির আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম জানিয়েছেন, চলতি সপ্তাহে বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

ওই আবেদনে বরগুনার দায়রা জজ আদালত থেকে ঢাকা দায়রা জজ অথবা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বদলির নির্দেশনা চাওয়া হয়েছে। বরগুনার আদালতে মামলার বিচার কাজ চললে আয়েশা সিদ্দিকা মিন্নির জীবন হুমকির মুখে থাকবে এ কথা উল্লেখ করে মামলাটি বদলির নির্দেশনা চাওয়া হয়েছে।

গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার পরদিন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় হত্যা মামলা করেন। এই মামলায় নিহত রিফাতের স্ত্রী মিন্নিকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন : বুকে শোক চেপে বিশ্বকাপ জিতলেন আকবর

এরপর গত ১ সেপ্টেম্বর মিন্নিসহ ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগ করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। যার মধ্যে অপ্রাপ্তবয়স্ক ১৪ জন ও প্রাপ্তবয়স্ক ১০ জন রয়েছেন। তবে এই মামলায় নিহত রিফাতের স্ত্রী মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত রয়েছেন। এছাড়া রিফাত হত্যার মূল অভিযুক্ত নয়ন বন্ড গত বছর ২ জুলাই বন্দুকযুদ্ধে নিহত হয়। এ কারণে তাকে অভিযোগপত্রে আসামি করা হয়নি।

আয়েশা সিদ্দিকা মিন্নিকে গত বছর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। হাইকোর্ট গতবছর ২৯ আগস্ট এক রায়ে মিন্নির জামিন মঞ্জুর করেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি ওই বছরের ১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। আপিল বিভাগ জামিন বহাল রাখায় মিন্নি গত বছর ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান। তবে এ মামলায় মিন্নিসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ হত্যা মামলার বিচার কাজ বরগুনার আদালতে শুরু হয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড