• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিসিএস পরীক্ষায় বয়স ৩২ চেয়ে রিট

  নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২০, ১৮:২৩
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন (ছবি : সংগৃহীত)

সাধারণ বিসিএসে প্রবেশের সুযোগ ৩২ বছর করার নির্দেশনা চেয়ে পাঁচ শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেছেন।

রবিবার (২৬ জানুয়ারি) আইনজীবী এবিএম আলতাফ হোসেন ওই শিক্ষার্থীদের পক্ষে রিটটি করেন।

রিটে বিসিএস পরীক্ষায় প্রার্থীর বয়স, যোগ্যতা ও চাকরিতে আবেদনের বিধিমালা সংক্রান্ত ২০১৪ এর ১৪ বিধির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিধিতে বলা হয়েছে, সাধারণ বিসিএস ক্যাডারের পরীক্ষার্থীরা ৩০ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। অথচ বিচারক নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজিএস) পরীক্ষায় ৩২ বছর পর্যন্ত সুযোগ রয়েছে। ১৪ উপবিধি অনুসারে শিক্ষা ক্যাডারেও ৩২ বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

আইনজীবী আলতাফ হোসেন বলেন, বিজিএস ও শিক্ষা ক্যাডারে অংশগ্রহণকারীরা ৩২ বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। অথচ সাধারণ বিসিএসে অংশগ্রহণকারীরা সেই সুযোগ পাবেন না, সংবিধানের সঙ্গে এটা সাংঘর্ষিক। সবার যেন সমান অধিকার নিশ্চিত হয়, রিটে সেই দাবি করা হয়েছে।

তিনি জানান, বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড