• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় বন্ধে রিট

  নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২০, ১৫:৪৮
হাইকোর্ট
হাইকোর্ট (ফাইল ফটো)

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জানার জন্য পরীক্ষা এবং লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

আইনজীবী ইশরাত হাসান বলেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ ছেলে সন্তান কামনা করেন। তাদের ধারণা, ছেলে সন্তান বংশের ধারক এবং আয় করে থাকে। অনেক নারীও এটা মনে করেন। তারা ভাবেন, ছেলে সন্তান ভবিষ্যতে সুরক্ষা দেবে। পরীক্ষার মাধ্যমে যদি জানা যায়, গর্ভের শিশুটি মেয়ে সন্তান; এতে গর্ভবতী মায়ের মানসিক ও শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। এমনকি গর্ভের শিশুটির সঙ্গে ‘খারাপ’ কিছু ঘটতে পারে।

এ সপ্তাহেই হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের ওপর শুনানির সম্ভাবনা রয়েছে।

গত ১ ডিসেম্বর গর্ভবতী মা ও অনাগত সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জানার জন্য পরীক্ষা এবং লিঙ্গ পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। স্বাস্থ্য সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও সমাজকল্যাণ সচিবকে এ নোটিশ পাঠান আইনজীবী ইশরাত।

নোটিশে তিন দিনের মধ্যে সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিককে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জানার জন্য পরীক্ষা এবং লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধ করতে নির্দেশনা জারি করতে বলা হয়।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড