• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়াসার এমডির বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন : হাইকোর্ট

  নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২০, ১৬:০৭
ওয়াসার এমডি তাকসিম এ খান
ওয়াসার এমডি তাকসিম এ খান (ছবি : সংগৃহীত)

আদালতের রায় বাস্তবায়ন না করা এবং অসত্য তথ্য দেওয়ায় ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মনজিল মোরসেদ আদালতে আবেদনের পক্ষে ছিলেন। আইনজীবী উম্মে সালমা ওয়াসার পক্ষে ছিলেন। আইনজীবী আমাতুল করিম পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ২০১০ সালে বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধের জন্য একটি রিট করেছিলাম। ২০১১ সালে রায় দিয়ে আদালত ৬ মাসের মধ্যে বুড়িগঙ্গার ভেতরে যে শিল্প বর্জ্য নিঃসরণ লাইন রয়েছে, সেগুলো বন্ধ করতে বলেছিলেন। পরে ওয়াসা প্রতিবেদন দিয়ে বলেছিল তাদের কোনো লাইন বুড়িগঙ্গায় নেই। কিন্তু বিআইডব্লিউটিএ প্রতিবেদন দিয়ে বলেছে, বুড়িগঙ্গায় ৬৮টি লাইন রয়েছে। এর মধ্যে ওয়াসারই ৫৮টি। এসব বিবেচনায় ওয়াসার এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড