• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪ দিনের রিমান্ডে এনু 

  নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২০, ১৫:৫৫
এনু
এনামুল হক এনু (ছবি : সংগৃহীত)

ক্যাসিনো সংশ্লিষ্টায় অভিযুক্ত রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনুকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ রিমান্ডের আদেশ দেন।

এই মামলায় দুদক এনুর সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি চলাকালীন এনুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আসামি পক্ষের ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক রিমান্ড বাতিল করে এনুর জামিন আবেদন করলেও শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মীর আহমেদ আলী সালাম।

প্রসঙ্গত, ১৯ জানুয়ারি একই আদালত এনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ দিন তার ভাই রুপন ভূঁইয়াকে অবৈধ সম্পদ অর্জনের পৃথক মামলায় দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, দুদকের অনুসন্ধানে এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর গত ২৩ অক্টোবর পৃথক দুই মামলা দায়ের করে দুদক।

এনামুল হক এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

অন্যদিকে অসৎ উদ্দেশ্যে অবৈধ পন্থায় ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের আরেক সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড