• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৬ জানুয়ারি ইভিএমের রিট শুনানি 

  নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি ২০২০, ১৫:১০
হাইকোর্ট
হাইকোর্ট (ছবি : সংগৃহীত)

ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির দিন ২৬ জানুয়ারি। পাশাপাশি এই সময়ের মধ্যে ইভিএম নিয়ে ২০১৮ সালে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হয়েছে কি না, তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দিন ধার্যের এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন রিটকারী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গত ৮ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ইভিএমে ভোটগ্রহণের কথা রয়েছে। এর আগে এই রিট দায়ের করা হয়।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড