• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপন আবারও ৫ দিনের রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২০, ১৭:১৮
রূপন
ক্যাসিনো কারবারি রূপন ভূঁইয়া ফের রিমান্ডে (ছবি : সংগৃহীত)

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্যাসিনোকাণ্ডের হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়াকে ফের পাঁচদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এ দিন তাকে আদালতে হাজির করে মামলার ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করা হয়। অন্যদিকে, মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজী। আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক ‘শোন অ্যারেস্ট’ মঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই সঙ্গে ক্যাসিনোকাণ্ডের আরেক হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের এনামুল হক এনুর গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন : প্রথম আলোর সম্পাদককে গ্রেপ্তার না করার নির্দেশ

এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সূত্রাপুর থানার অর্থপাচার মামলায় রূপন ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অপরদিকে, গেন্ডারিয়া থানার অর্থপাচার মামলায় এনামুল হক ও তাদের সহযোগী সানি মোস্তফার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আসামি এনামুল ও রূপনের ৪ দিন এবং মোস্তফার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর দুই ভাই এনামুল ও রূপন আলোচনায় আসেন। তারা অভিযানের শুরু থেকেই পলাতক ছিলেন।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জে মোস্তফার বাড়িতে থেকে বেনামি পাসপোর্ট তৈরি করে প্রথমে ভারত, এরপর সেখান থেকে নেপাল পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এনামুল ও রূপন।

তাদের গ্রেপ্তারের পর সিআইডি জানায়, দেশে ক্যাসিনো চালু করার পেছনের হোতা তারা দুই ভাই। নেপালের নাগরিকদের মাধ্যমে তারা বিদেশ থেকে ক্যাসিনোর সরঞ্জাম নিয়ে আসেন। পরে তা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। ক্যাসিনো কারবার করে দুই ভাই ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে যান।

সিআইডি আরও জানায়, এনামুল হক ও রূপন ভূঁইয়ার নামে ঢাকায় জমিসহ ২২টি বাড়ি, সারা দেশে বেশ কয়েকটি ব্যাংকের বিভিন্ন শাখায় ৯১টি অ্যাকাউন্টে ১৯ কোটি ১১ লাখ টাকা। সেগুলো ব্ল্যাকমানি (কালো টাকা) ছিল। দেশের বাইরে পাচার করতে তারা সেগুলো রেখেছিলেন। এছাড়াও তাদের দুই ভাইয়ের ব্যক্তিগত পাঁচটি গাড়ির সন্ধান পাওয়া গেছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড