• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল

  নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২০, ১৩:১৮
ডিআইজি মিজান
সাবেক ডিআইজি মিজান ও দুদক পরিচালক বাছির (ছবি : সংগৃহীত)

পুলিশের আলোচিত সাবেক ডিআইজি মিজান ও দুদকের পরিচালক বাছিরের বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ ফানাফিল্লা অভিযোগপত্রটি দাখিল করেন।

দাখিলের পর বিচারক অভিযোগপত্র দেখিলাম মর্মে স্বাক্ষর করে অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারির দিন ধার্য করেন আদালত।

আদালতের দুদকের জিআর শাখার সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে একই সঙ্গে ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ ফানাফিল্লা। গত ১২ ডিসেম্বর মামলাটির অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা জানান, খন্দকার এনামুল বাছির দুদকে দায়িত্বরত অবস্থায় আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেছেন। ডিআইজি মিজানকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিতে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন তিনি। একইভাবে ডিআইজি মিজান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় বাছিরকে ঘুষ দিয়ে প্রভাবিত করেছেন। তদন্তকালে উভয়ের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিলের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

আর ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর পরই বাছির ও ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করে সংস্থা দুটি।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড