• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সগিরা মোর্শেদ হত্যার চার্জশিট দাখিল

  নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২০, ১৮:১০
সগিরা
১৯৮৯ সালে খুন হওয়া সগিরা মোর্শেদ (ছবি : সংগৃহীত)

১৯৮৯ সালে খুন হওয়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক সগিরা মোর্শেদ হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতের জিআর শাখায় এ চার্জশিট দাখিল করেন।

তিন দশক আগে খুনের মামলা আলোর মুখ দেখল এ চার্জশিট দাখিলের মধ্য দিয়ে।

চার্জশিটে উল্লেখিত আসামিরা হলেন- আনাস মাহমুদ ওরফে রেজওয়ান (৫৯), ডা. হাসান আলী চৌধুরী (৭০) ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন (৬৪) এবং মারুফ রেজা।

আরও পড়ুন- ‘২৫ জানুয়ারি থেকে সকল কোচিং সেন্টার বন্ধ’

প্রসঙ্গত, ১৯৮৯ সালে রিকশাযোগে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের দিকে যাওয়ার সময় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গবেষক সগিরা মোর্শেদ (৩৪)। ওই বিকেল পাঁচটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে স্কুলপড়ুয়া মেয়েকে আনতে রিকশায় ভিকারুননিসা স্কুলের দিকে যাচ্ছিলেন।

স্কুলের সামনে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার হাতের চুড়ি ধরে টান দেয়। সগিরা চুড়ি দিতে অস্বীকার করায় তাদের ছোড়া গুলিতে নিহত হন সগিরা।

হঠাৎ ঘটে যাওয়া এমন মর্মান্তিক ঘটনায় হতভম্ব রিকশাচালক প্রথমে দুর্বৃত্তদের ধাওয়া দেন। পরে তিনি রমনা থানায় গিয়ে পুলিশকে জানান।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুস সালাম চৌধুরী বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড