• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউনূসকে আদালতে হাজির হতে সমন

  নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২০, ২২:০১
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ঢাকার তৃতীয় শ্রম আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

ড. ইউনূস শ্রম আইনের বিধান লঙ্ঘন করায় ফৌজদারি অভিযোগ আমলে নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) আদালতের বিচারক রহিবুল ইসলাম এ সমন জারি করেন।

আদালতের সেরেস্তাদার মিয়া মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ৬ ফেব্রুয়ারি তাকে হাজির হতে বলেছেন আদালত।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম গত ৫ জানুয়ারি ঢাকার একই আদালতে এ মামলা করেন। মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকরকে বিবাদী করা হয়েছে। এ মামলা গ্রহণ করে আদেশের জন্য রেখেছিলেন আদালত। আজ ড. ইউনূসসহ তিন বিবাদীর বিরুদ্ধেও সমন জারি হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৩০ এপ্রিল বাদীপক্ষের এক পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে শ্রম আইনের কিছু ব্যত্যয় দেখতে পান। ওই পরিদর্শক প্রতিষ্ঠানের ত্রুটিগুলো সংশোধনের নির্দেশনা দেন। ৭ মে ডাকযোগে বিবাদী পক্ষ এ বিষয়ে জবাব দেন। জবাবের পর মামলার বাদী একই বছর ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশন্সে পরিদর্শনে যান। সেখানে প্রতিষ্ঠানটির দ্বারা ১০টি বিধি লঙ্ঘন হচ্ছে বলে দেখতে পান।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড