• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদালত গেটে আইনজীবী আটক

  অধিকার ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ১৩:১৭
পুলিশ ভ্যানে আটক আইনজীবী
ছবি : সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি চলাকালীন পরিচয় না দিয়ে আদালতে প্রবেশের চেষ্টা করলে এক আইনজীবীকে আটক করা হয়। তার নাম মো. ফায়জুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সুপ্রিম কোর্টের গেইটে তল্লাশি চলার সময় তিনি আদালতে প্রবেশকালে পরিচয় না দিয়ে উল্টো পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় তাকে আটক করে পুলিশ।

বিষয়টি ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান জানান, আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে, দুষ্কৃতিকারীরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে আদালতের ভেতরে প্রবেশ করতে পারে। স্বাভাবিকভাবেই পরিচয় নিশ্চিত না হয়ে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এ সময় একজনের পরিচয় জানতে চাইলে উল্টো তিনি পুলিশের পরিচয় জানতে চান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার পরিচয় নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ঢাকা মেট্রোপলিটান পুলিশের এই কর্মকর্তা।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড