• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিসি ক্যামেরার আওতায় আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু

  নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০১৯, ১১:১০
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (ছবি : সংগৃহীত)

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এজলাস কক্ষে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার আওতায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিচার কার্য শুরু করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিট থেকে দিনের বিচার কাজ শুরু করেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আটটি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসানো হয়।

কোর্ট প্রশাসন জানান, এজলাস কক্ষে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে কিংবা যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতেই ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এতে করে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহজ হবে।

এর আগে, চলতি মাসের গত ৫ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীরা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের এজলাসে বিক্ষোভ, চিৎকার ও হট্টগোলের শুরু করেন। যার কারণে সেদিন আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়।

এ দিকে, আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।

আরও পড়ুন : টিপু রাজাকারের ফাঁসি

ওই ঘটনার পর গত ৮ ডিসেম্বর আইনজীবী রাশিদা চৌধুরী নিলু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রারদ্বয়কে একটি আইনি নোটিশ পাঠান। ওই নোটিশ অনুযায়ী, কোর্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড