• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিসি ক্যামেরা বসানো হচ্ছে সুপ্রিমকোর্টের এজলাসে

  আদালত প্রতিবেদক

০৯ ডিসেম্বর ২০১৯, ২২:৫৬
হাইকোর্ট
হাইকোর্ট (ছবি : সংগৃহীত)

আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে। আজকালের মধ্যেই এসব ক্যামেরা বসানো হবে। এজলাস কক্ষে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সুপ্রিমকোর্টের একটি সূত্র জানিয়েছে।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন শুনানিকে কেন্দ্র করে ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে।

ওইদিন খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী এ ঘটনা ঘটান। এতে ব্যাহত হয় বিচার কাজ। ১২ ডিসেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

সূত্র জানায়, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড