• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, দুদুকে গ্রেফতারে পরোয়ানা

  নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫০
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামসুজ্জামান দুদু (ছবি : সংগৃহীত)

আদালত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ আদেশ দেন আদালত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নেওয়ার অনুমতি দেওয়ার পর আদালত এ নির্দেশ জারি করেছেন।

মামলার পক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বেসরকারি টেলিভিশন ডিবিসির টক-শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ওই মামলা করা হয়।

আইনজীবী নিখিল কুমার নাথ বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদন করা হয়। নিয়ম অনুযায়ী আদালত সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠান। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ মামলার অনুমোদনের নথি চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে যায়। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র আদালতে জমা দেন। পরে যাচাই করে আদালত সেটি গ্রহণ করেন এবং তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি নেতা ওই টক-শোতে বলেন—শেখ মুজিব যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবেই বিদায় নিতে হবে। এ বক্তব্য হত্যা চেষ্টার সামিল।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড