• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘নিরাপনের’ তদারকি কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল

  অধিকার ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৪
হাইকোর্ট
ফাইল ফটো

তৈরি পোশাক কারখানার নিরাপত্তা পরিদর্শনে উত্তর আমেরিকাভিত্তিক ক্রেতা জোট প্রতিষ্ঠান ‘নিরাপনের’ কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ নিরাপনের আবেদন খারিজ করে দেন। ফলে আগের নিষেধাজ্ঞা বহাল রইল।

এর আগে গত ২২ অক্টোবর ড্রাগন সোয়েটার লিমিটেডের করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ নিষেধাজ্ঞার আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

২২ অক্টোবর ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, গত বছরের শেষ দিনে অ্যালায়েন্স বাংলাদেশ ত্যাগ করে। এরপর এপ্রিলে ‘নিরাপন’ তাদের কাজ শুরু করে। ওই অ্যালায়েন্স নিয়ে ২০১৭ সালে ড্রাগন সোয়েটার লিমিটেড হাইকোর্টে রিট করে। সেই রিটে ‘নিরাপনক ‘ পক্ষভুক্ত করার আবেদন করি।

তিনি বলেন, আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর সম্পূরক আবেদনের শুনানি নিয়ে তাদের কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করা হয়।

ওডি/কেএসআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড