• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাফরুলে সিএনজি চালককে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

  নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০১৯, ১৬:৩৯
আদালত
ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুলে সিএনজি চালিত অটোরিকশার চালক মো. আলমগীর হোসেনকে হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

৬ বছর আগের মামলায় মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. শেখ হাফিজুর রহমান এ দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— এমএম সাইফুল্লাহ (৫০), কামরুল ইসলাম (২৫), আবু শামা ও সুমন ওরফে চোর সুমন (২৩)। দণ্ডপ্রাপ্তদের দুজন পলাতক, অন্য দুজনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

জানা যায়, ঘটনাটি ঘটে উত্তর কাফরুলে। আসামিরা নেশা করে এলাকাবাসীকে নানাভাবে বিরক্ত করতেন। প্রতিবাদ করায় তারা ২০১৩ সালের ১৬ মার্চ নেশা করে রাতে নিহতের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পরের দিন ১৭ মার্চ সন্ধ্যায় আলমগীরকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই ঘটনায় ১৮ মার্চ নিহতের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড