• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবরারের লাশে হবে ময়নাতদন্ত

  আদালত প্রতিবেদক

০৬ নভেম্বর ২০১৯, ১৮:৩২
শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত
ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত (ছবি : সংগৃহীত)

কবর থেকে ওঠানো হবে স্কুলছাত্র নাইমুল আবরার রাহাতের লাশ। ময়নাতদন্ত করে বের করতে হবে মৃত্যুর প্রকৃত কারণ। লাশ দাফনের চার দিন পর এমন নির্দেশনা দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমানের জবানবন্দি নেওয়া হয়। পরে মোহাম্মদপুর থানার ওসিকে এ আদেশ দেন আদালত।

আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দিয়ে আদালতের নির্দেশনায় বলা হয়, আবরারের মৃত্যুর পর অপমৃত্যুর যে মামলাটি রেকর্ড করা হয়েছে, তার সঙ্গে নতুন নালিশি মামলাটিসহ তদন্ত করা হবে। তদন্ত শেষে আগামী ১ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।

এ দিকে গত শুক্রবার আবরারের মৃত্যুর পর মোহাম্মদপুর থানায় অপমৃত্যুর মামলা করেন তার বাবা মুজিবুর। চার দিন পর ঢাকার আদালতে অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে অপর একটি মামলা দায়ের করেন তিনি।

উল্লেখ্য, গত চার দিন আগে নিজের স্কুলে মাসিক ম্যাগাজিন ‘কিশোর আলোর’ এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবরারের মৃত্যু হয়। সে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড