• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে মৎস্য কর্মকর্তা ও পুলিশের ওপর জেলেদের গুলিবর্ষণ

  রাজবাড়ী প্রতিনিধি

২৪ অক্টোবর ২০১৯, ১৪:০৬
রাজবাড়ী
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে জেলেদের হামলায় পুলিশসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ইলিশ রক্ষা অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পুলিশের কনস্টেবল সজল মিত্র ও হাফিজ এবং আনছার সদস্য চাঁদ মিয়া।

আহতদের বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো মজিনুর রহমান বলেন, ইলিশ রক্ষা অভিযানে গেলে জেলারা তাদের ওপর গুলিবর্ষণ ও ইট পাটকেল ছুঁড়েতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ও আনছার সদস্যরা অনুমতি সাপেক্ষে পাল্টা গুলি চালায়। এতে অনেকেই আহত হয়। গুরুতর আহত ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও জানান, এ বিষিয়ে কালুখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, বুধবার সন্ধ্যায় কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পুলিশ সদস্য ও আনছার সদস্যদের নিয়ে ইলিশ রক্ষা অভিযানে পদ্মা নদীতে যায়। এ সময় তারা কালুখালী উপজেলার সাদারচর এলাকায় গেলে জেলেরা তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড