• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় ৫০ লাখ মিটার জাল জব্দ, ৩ জনের দণ্ড

  পাবনা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০১৯, ২১:১২
কারেন্ট জাল জব্দ
কারেন্ট জাল জব্দ (ছবি : দৈনিক অধিকার)

পাবনা বেড়া উপজেলার কাশীনাথপুরে বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে পাবনা জেলা প্রশাসন। এ সময় কারেন্ট জাল রাখার দায়ে তিনজন আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান কাশীনাথপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানান বেড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, পাবনা র‌্যাব-১২ এর এসআই সানিউল হক। পরে কাশিনাথপুর হাসপাতাল মাঠে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত জাল বিক্রেতা বেড়ার হরিপদ হলদারের ছেলে বাশুদেব হালদার (৪০), তারিক চন্দ্র হালদারের ছেলে বিজয় কুমার হালদার (৩৫), ক্রেতা আমিন পুর গ্রামের আব্দুল শেখের ছেলে আব্দুল গফুরকে (৩৫) জেল জরিমানা করেন। ক্রেতাকে সাতদিন জেল ও ৫ হাজার টাকা জরিমানা, বিক্রেতাদের এক মাসের জেল ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিন জেল দেওয়া হয়েছে।

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে সব ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড