• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাদের গাছ কাটা সেই নারী গ্রেফতার (ভিডিও)

  অধিকার ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১২:৫৮
সাভার
গ্রেফতারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ওই নারী (ছবি : দৈনিক অধিকার)

সাভারের একটি বাড়ির ছাদে কুপিয়ে গাছ কেটে ফেলা সেই নারীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার সময় তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ওই নারী বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এই জন্য পুলিশ আমাকে আটক করেছে। গাছের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হাবিব সাহেব আমাকে বকাবকি করেছেন- আমাকে ছাদ থেকে ফেলে দেবেন, আমাকে মারবেন। আমাকে বার বার মারতে আসছে আপনারা ভিডিওতে দেখেননি।’

গাছগুলো কাটার পর যে অনুতপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সন্তানের চেয়ে গাছগুলো আমার কাছে বড় না। আমার সন্তানের হাতগুলা যেন লুলা হয়ে যায়, এটা সে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে বলছে’।

‘হ্যাঁ আমি এই ঘটনায় অনুতপ্ত। আমি বলছি যে আমি যখন ভুল করছি আমি হাবিব ভাই আর হাবিব ভাইয়ের বউয়ের কাছে গিয়ে মাফ চাইব। আমি ভুল করছি। রাগের বশেই আমি করে ফেলছি কাজটা, রাগ ছাড়া আমি করি নাই। আমি দরকার হয় মাফ চাইব'।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদের টবে লাগানো গাছের মালিকের দায়ের করা মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কোপের পর কোপে ধ্বংস সাজানো বাগান, মালিকের আর্তনাদ!

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাভারের সিআরপি রোডে একটি বাড়ির ছাদে টবে লাগানো গাছ দা দিয়ে কুপিয়ে কেটে ফেলেন ওই নারী। গাছ কাটার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন গাছের মালিক সুমাইয়া হাবিব যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড