• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

  সাভার প্রতিনিধি, ঢাকা

২২ অক্টোবর ২০১৯, ২২:০১
ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস (ছবি : দৈনিক অধিকার)

সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় একটি টিনশেডের আধাপাকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় অন্তত দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করেই বাজারে আগুন লাগে। এ সময় ইটের দেয়াল ও ওপরে টিনের তৈরি দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় ইয়াকুবের লেপতোশকের দোকান, মোশারফের হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকান, শাহীনের সাড় ও কীটনাশকের দোকান, কামাল, কাদের দেওয়ান ও শোভারনের মুদি মনোহারী দোকান, জাহাঙ্গীরের ইলেকট্রিক দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বিকালের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজারের লেপতোশকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড