• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় একজনের যাবজ্জীবন

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, ২০:১৬
যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মুত্তালিব (ছবি : দৈনিক অধিকার)

স্বর্ণ পাচার মামলায় চুয়াডাঙ্গায় আব্দুল মুত্তালিব নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মুত্তালিব গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামরার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করছিলেন পাসপোর্টধারী যাত্রী আব্দুল মুত্তালিব। এ সময় ভ্রমণ প্রক্রিয়া চলাকালীন সন্দেহ হলে তাকে আটক করে দর্শনার স্থল ও শুল্ক কর্মকর্তারা। পরে তার ব্যাগ তল্লাশি করে এক কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এ ঘটনায় ওইদিনই উদ্ধারকৃত স্বর্ণসহ আব্দুল মুত্তালিবকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেন শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম। পরে একই বছরের ৩০ জুন আব্দুল মুত্তালিবকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দামুড়হুদা মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জি এম ইমদাদুল হক।

দীর্ঘ শুনানিতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকালে আসামি আব্দুল মুত্তালিবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড