• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘কক্সবাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অটুট থাকবে’

  কক্সবাজার প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৯, ২২:৩৯
কমিউনিটি পুলিশিংয়ের পরিচিতি ও মতবিনিময় সভায়
কমিউনিটি পুলিশিংয়ের পরিচিতি ও মতবিনিময় সভায় (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার। এ লক্ষ্যে কক্সবাজার জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটুট থাকবে।

সোমবার (২১ অক্টোবর) কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিংয়ের পরিচিতি ও মতবিনিময় সভায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ কথা বলেন।

ইউএনডিপির সহযোগিতায় কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত ও কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন।

কক্সবাজার জেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ধর্ষণ, গুজব ও বিভিন্ন ধরনের অপরাধ থেকে মুক্ত করে কক্সবাজার জেলাকে একটি সুন্দর ও বাসযোগ্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলার অঙ্গীকর নিয়ে উপস্থিত সকলকে শপথ পাঠ করান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ” কমিউনিটি পুলিশিং এর এই মূলনীতিকে বাস্তবায়নের উদ্দেশ্যে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ ধর্ষণ, গুজব ইত্যাদি বিভিন্ন ধরনের অপরাধ দমনের লক্ষ্যে গঠিত হয় কমিউনিটি পুলিশিং।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও উখিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (চকরিয়া ও মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার (ডিএসবি ও ট্রাফিক), ইউএনডিপির প্রতিনিধি, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও কমিউনিটি পুলিশিং অফিসার, কক্সবাজারের আটটি উপজেলার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা পুলিশ সুপার সভায় আগত কমিউনিটি পুলিশিংয়ের সকল সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড