• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় মশলার কারখানায় সিলগালা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২১ অক্টোবর ২০১৯, ২২:০৭
মশলার কারখানায় সিলগালা
মশলার কারখানায় সিলগালা (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি মশলার কারখানাকে সাময়িক সিলগালা করে দিয়েছে। সেই সঙ্গে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সিলেট বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলার ব্রাহ্মণবাজার ও ভাটেরা রোডসহ পাশবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এই অভিযানে ভাটেরা রোডের আনোয়ারা গ্রাইন্ডিং মিলকে ৩০ হাজার টাকা, ব্রাক্ষণবাজারের বাবলু স্টোরকে দেড় হাজার টাকা, প্রণয় দাসের সবজির দোকানকে ৫শ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। এছাড়া আনোয়ারা গ্রাইন্ডিং মিলকে মশলার সঙ্গে ক্ষতিকর রঙ মিশিয়ে মশলা তৈরি করার দায়ে মিলটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া ও মশলার সঙ্গে ক্ষতিকর রঙ মিশিয়ে মশলা তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স অংশগ্রহণ করে।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড