• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর নামে চট্টগ্রাম বিমানবন্দর সড়ক

  চট্টগ্রাম প্রতিনিধি

২০ অক্টোবর ২০১৯, ২২:২৯
বিমানবন্দর সড়ক
চট্টগ্রাম বিমানবন্দর সড়ক (ছবি- সংগৃহীত)

চারলেন, টানেল, মেট্রোরেল, উড়াল সেতুসহ চট্টগ্রামে স্মরণকালের সর্বোচ্চ উন্নয়ন কর্মযজ্ঞ হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ চট্টগ্রাম বিমানবন্দর সড়কটি তার নামে নামকরণ করা হবে। এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে করপোরেশনের এক সভায় নীতিগত এ সিন্ধান্ত নেওয়া হয়।

মেয়র বলেন, সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি ফোর লেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রামে এতবেশি উন্নয়ন হয়েছে যা পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীর নামে এ সড়কটি নামকরণ করে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।

সভায় কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করুন। তবেই আমাদের বাসযোগ্য নগরী গড়া সম্ভব। চট্টগ্রাম হবে দেশের অন্য শহরগুলোর জন্য উদাহরণ।

নাছির বলেন, এই ৪ বছরে নগরে যে উন্নয়ন হয়েছে বিগত ১০ থেকে ১৫ বছরে তা হয়নি। জনগণকে এ বিষয়গুলো জানাতে হবে।

সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ চসিক শীর্ষ ও বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড