• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ ধরা খেল তিনজন

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২০ অক্টোবর ২০১৯, ১৬:৪৫
আটক
র‌্যাবের অভিযানে মাদকসহ আটককৃতরা (ছবি : দৈনিক অধিকার)

মাদকবিরোধী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় মাদকসহ তিনজন কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

আটককৃতরা হলো- সরাইল থানার কুট্টাপাড়া গ্রামের মৃত আহমদ হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (৩৫), উপজেলা সদরের বেতবাড়িয়া গ্রামের আওয়াল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২২) এবং আখাউড়া থানার আজমপুর (কৌরাতলী) গ্রামের মো. ওয়াসিম মিয়ার ছেলে মো. জুনাইদ (১৯)।

রবিবার (২০ অক্টোবর) বিকালে র‌্যাব-১৪ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ভৈরব ক্যাম্পের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুরের মীরাহাটি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-১৪ থেকে প্রেরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে র‌্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মীরাহাটি বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালায়।

অভিযানে ৫৭০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৬শ টাকাসহ ওই তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য দুই লাখ ৭৯ হাজার ১শ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড