• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে দুই দিনে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার

  কক্সবাজার প্রতিনিধি

২০ অক্টোবর ২০১৯, ১৪:৫২
লাশ উদ্ধার
(ছবি : প্রতীকী)

কক্সবাজারের হিমছড়িতে আরও একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে দুইটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হলো।

রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) উখিয়া উপজেলাধীন মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে অজ্ঞাত অপর এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর জানান, রবিবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখে রামু থানার হিমছড়ি পুলিশ ফাঁড়িকে খবর দেয়। খবর পেয়ে ৯ নম্বর ওয়ার্ডের আমতলীর ছড়া ভাঙ্গা এলাকার মেরিন ড্রাইভ রোডের পূর্ব পাশ থেকে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া লাশটির সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ সময় উদ্ধারকৃত লাশটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে, বিভিন্ন সূত্রে জানা যায়, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক কেন্দ্রিক একটি অপরাধী চক্র তাদের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতে নিরাপদ রুট হিসেবে ওই সড়কটি ব্যবহার করে আসছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর নিয়মিত চেকপোস্ট অভিযান থাকলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই সন্ত্রাসী গ্রুপকে।

এমতাবস্থায় স্থানীয়দের দাবি রাতের বেলায় মেরিন ড্রাইভ সড়কটি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়। চেকপোস্টের পাশাপাশি চিহ্নিত জায়গাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল দল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড