• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুরে উদ্যোগী যুবক গড়ে তুলেছেন শিক্ষা উপকরণ তৈরির কারখানা

  সুবল রায়, দিনাজপুর

১৯ অক্টোবর ২০১৯, ১৪:০২
দিনাজপুর
ইসলাম ট্রেডার্স এর স্বত্বাধিকারী নুরল ইসলাম

কারো সহযোগিতা ছাড়াই দিনাজপুরে মেসার্স ইসলাম ট্রেডার্স এর স্বত্বাধিকারী নুরল ইসলাম নামে এক উদ্যোগী যুবক গড়ে তুলেছেন শিক্ষা উপকরণ তৈরির কারখানা। এই কারখানায় উৎপাদিত পণ্য বাজারের সেরা ও বিশ্বমানের। আর এই কারখানা স্থাপন করার পর কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৫-৪০ জন মহিলাসহ কয়েকজন যুবকের। এখানে কর্মরত শ্রমিকরা সবাই দুস্থ ও গরীব পরিবারের।

২০০৮ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় মনমতপুর টিকিয়া পাড়ায় বেকার যুবক স্থাপন করেন শিক্ষা উপকরণ তৈরির একটি কারখানা। এই কারখানায় উৎপাদন হয় ডাস্টার, স্কেল, স্লীট, ক্লিপ ফাইল, ড্রয়িং বোর্ডসহ নানা শিক্ষা উপকরণের ২০-২৫ টি আইটেম। এখানকার শ্রমিকরা ৯০ শতাংশ দুস্থ পরিবারের মহিলা। তাদের নিপুণ হাতে গড়া পণ্য গুলির চাহিদা রয়েছে দেশ জুড়ে। উৎপাদিত পণ্য রাজধানীসহ ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যায়। তারা কারখানায় শ্রমদিয়ে যে আয় করেন তা তাদের সংসারে সচ্ছলতা এনে দিয়েছে। তাদের সন্তানদের লেখাপড়া সংসারের চাহিদা মিটিয়েও তাদের কিছু টাকা জমা থাকে।

কারখানায় কাজ পাওয়া কলেজ পড়ুয়া ছাত্র রফিকুল ইসলাম জানান, অভাব অনটনের কারণে বাবা লেখা পড়ার খরচ দিতে পারেননা। তাই এই কারণে কারখানায় কাজ করে যা উপার্জন হয় তা থেকে লেখা পড়া খরচ চালাই এবং যে বেশী টাকাটা হয় তা আমার বাবাকে দিয়ে দেই। ঐ টাকা দিয়ে বাবা কিছুটা সংসারে সাহায্য করেন।

ইসলাম ট্রেডার্স এর স্বত্বাধিকারী নুরল ইসলাম জানান, বাংলাদেশ সরকার কুটির শিল্প উদ্যোগতাদের জন্য নানা সুযোগ সুবিধা ও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। কিন্ত সরকারী ভাবে কোন সুযোগ সুবিধা প্রশিক্ষণ কিংবা কোন আর্থিক সহায়তা পাইনি আমি।

সরকারের সাহায্য সহযোগিতা পেলে বৃদ্ধি করা সম্ভব হবে এখানকার উৎপাদিত পণ্য আর কর্ম সংস্থান হবে বেকার নারী সহ দুস্থ পরিবারের মানুষদের। উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি করে সরকার আয় করতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রা। এই স্বপ্ন নুরলের। দেশের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও দেশের স্বার্থে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এমন প্রত্যাশা নুরলের।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড