• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচদিন পর কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় চলছে ফেরি

  সারাদেশ ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৬
ফেরি ঘাট
ফেরি ঘাট (ছবি : ফাইল ফটো)

অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণার পাঁচদিন পর শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। ফলে এ অঞ্চলের সাধারণ মানুষসহ আটকে থাকা পরিবহন চালক, শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। ছোট-বড় সব মিলিয়ে দুপুর থেকে এ নৌরুটে চলছে মোট সাতটি ফেরি।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, নাব্যতা সংকটের কারণে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে বন্ধ ছিল সব ধরনের ফেরি চলাচল। যা টানা পাঁচদিন বন্ধ থাকার পর শুক্রবার সকালের দিকে স্বাভাবিক হতে শুরু করে। নৌরুটটি কতটুকু সচল হয়েছে, তা দেখতে শুক্রবার সকালে প্রথমে চারটি ছোট ফেরি দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হয়। পরবর্তী সময়ে দুপুরের দিকে যোগ করা হয় আরও তিনটি ফেরি। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে নৌরুটটি।

এ ব্যাপারে সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ার ফলে ঘাট এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এতে পরিবহন চালক-শ্রমিক ও যাত্রীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে, এ নৌরুটটির সবগুলো ফেরি চলাচল স্বাভাবিক হলে জনদুর্ভোগ দূর হবে বলেও জানান তারা।

ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হওয়ার পর ঘাট এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে চারটি রোরোসহ মোট ১৮টি ফেরি রয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড